English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:২০

জবিতে দুই সাংবাদিক পিটিয়েছে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক
জবিতে দুই সাংবাদিক পিটিয়েছে ছাত্রলীগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দুই অনলাইন সাংবাদিককে পিটিয়ে আহত করেন ছাত্রলীগ নেতা। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

এ দুই সাংবাদিক হলেন - বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রির্পোটার কাজী মোবারক হোসেন ও বাংলামেইল২৪ডটকমের স্টাফ রির্পোটার ইমরান আহমেদ।

দুই সাংবাদিক পেটানোর এ তথ্য নিশ্চিত করেন বাংলামেইল২৪ডটকমের প্রধান প্রতিবেদক সানি।

তিনি বলেন, জবিতে ছাত্রলীগের ভিতরে জামাত প্রবেশ এমন তথ্য অতীতে প্রকাশ হযেছে বাংলামেইল২৪ডটকমে। এ নিউজ করেন সাংবাদিক ইমরান। তাই পূর্বের জের ধরেই ছাত্রলীগ নেতারা এই ঘটনা ঘটিয়েছেন বলে জানান তিনি।

প্রত্যদর্শীরা জানান, প্রধান ফটক দিয়ে যাওয়ার সময় কাজী মোবারক ও ইমরান আহমেদের ওপর জবি ছাত্রলীগ এক নেতা আকস্মিক হামলা চালান। এ হামলায় আইন বিভাগের নবম ব্যাচ ও ইংরেজি বিভাগের ৮ম ব্যাচের বেশ কয়েকজন ছাত্র ছিলেন। পরে পথচারীরা অাহত দুই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহত কাজী মোবারক বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট তোলার জন্য এসেছিলাম। কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীরা আমার মাথায় আঘাত করে।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, হামলার ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।