English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৫৭

নড়াইল প্রগতি বিদ্যানিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল প্রগতি বিদ্যানিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

নড়াইল প্রগতি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় নড়াইল সরকারী উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ৩দিন ব্যাপি এ বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীতা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননার শেষ দিনে পুরস্কার বিতারন ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা নিয়ন্ত্রক ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নাজনিন নিগার বিউটির সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এডঃ সাঈফ হাফিজুর রহমান খোকন। বিশেষ অথিতি ডাঃ আব্দুল মান্নান, গোলাম মোর্তজা স্বপন, কাষ্টম কর্মকর্তা মোঃ হামিদুল হক তনু। পুরস্কার বিতরন অনুষ্ঠান শেষে শিশুদের মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকদের বিমোহিত করে। এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক উজ্জ্বল রায়, বাংলাদেশ প্রেস এর নড়াইল জেলা প্রতিনিধি মোঃ হিমেল মোল্যা, চ্যানেল নাইন এর ইমরান হোসেন, দৈনিক যায় যায় দিন এর প্রতিনিধি আল-আমিন, বিডি খবরের ওবায়দুর রহমান প্রমূখ।