English Version
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৩৫

সরস্বতীর পূজা আজ

নিজস্ব প্রতিবেদক
সরস্বতীর পূজা আজ

বিদ্যাসহ সঙ্গীতের দেবী সরস্বতীর পূজা আজ। সকাল থেকেই চলছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এ উৎসবটি। সরস্বতীর আগমন যেন বসন্ত উৎসবে যোগ করেছে আনন্দের বাড়তি রং।

শাস্ত্রীয় বিধান অনুসারে সরস্বতী পূজা হয় শুক্লা পঞ্চমী বা বসন্ত পঞ্চমী তিথিতে। সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন বলে বিশ্বাস করেন হিন্দুরা। কৃপা লাভের আশায় শনিবার সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরে ও পূজামণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়। বিদ্যাদেবীর সামনে শিশুদের হাতেখড়ির মাধ্যমে শিক্ষা জীবনের সূচনা হয়েছে বিভিন্ন স্থানে। পূজার দিন সন্ধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠান ও পূজামণ্ডপগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।

সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণীতে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, সবুজবাগের শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির মেলাঙ্গনসহ শাঁখারীবাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পুরনো ঢাকার তাঁতীবাজার, শাখারী বাজারসহ বিভিন্ন মণ্ডপে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে।