English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৩৮

বিশ্ব শিক্ষা পরিমণ্ডলে যুক্ত হচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ

নিজস্ব প্রতিবেদক
বিশ্ব শিক্ষা পরিমণ্ডলে যুক্ত হচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ

 

ঝিনাইদহ ক্যাডেট কলেজ বিশ্ব শিক্ষা ব্যবস্থার পরিমণ্ডলে যুক্ত হতে যাচ্ছে। বুধবার সকালে ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল সাদীকুল বারী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

কলেজের অধ্যক্ষ কর্নেল সাদীকুল বারী জানান, ১৯৬৩ সালে ঝিনাইদহ ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়। গত নভেম্বরে ব্রিটেনের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্টোই স্কুল এর  প্রতিনিধি হিসেবে কমান্ডার ডেভিড ক্রিসলি (কম্বাইন্ড ক্যাডেট ফোর্স রয়েল নেভি) ও ক্যাপ্টেন এ্ন্ড্রু গুডাল ( কম্বাইন্ড ক্যাডেট ফোর্স আর্মি )  ঝিনাইদহ ক্যাডেট কলেজ পরিদর্শনে আসেন। নিজ দেশের বাইরে তারা সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেন। সে লক্ষ্যে প্রতিনিধি দলটি ঝিনাইদহ ক্যাডেট কলেজের কার্যক্রম পরিদর্শন করেন। তারা ঝিনাইদহ ক্যাডেট কলেজ পরিদর্শনে খুশি হন। স্টোই স্কুল কর্তৃপক্ষ ঝিনাইদহ ক্যাডেট কলেজের সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষক বিনিমিয়সহ শিক্ষামূলক ভ্রমণ ও সাংস্কৃতিক কার্যক্রম বিনিময়ে আগ্রহ প্রকাশ করেছে। তারা এ ক্যাডেট কলেজের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে আগ্রহী। এ চুক্তি স্বাক্ষরের মধ্যদিয়ে ঝিনাইদহ ক্যাডেট কলেজ বিশ্বশিক্ষা ব্যবস্থার  সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। অচিরেই এ সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে।