শিক্ষকরা অসম্মান হলে দেশ এগিয়ে যাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকরাই হলেন দেশের মধ্যে সবচেয়ে বেশি সম্মানীয়। তাঁদের সম্মান করতে না পারলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এ জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন বৈষম্য দূর করার দাবি অচিরেই সমাধান হয়ে যাবে।
আজ মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘অর্থ বা পদমর্যাদা নয়; আমাদের সমাজকে গ্রহণ করতে হবে শিক্ষকরাই বেশি সম্মানীয়। আর এজন্য তাঁদের যে বেতন-ভাতার প্রয়োজন আছে। তাই নির্ধারণ করেই বেতন দিতে হবে। এটা নিয়ে মন্ত্রিসভায় অনেক সময় নষ্ট হয়েছে। ব্যাপারটিকে আমরা এখন অনেকটা গুছিয়ে নিয়ে এসেছি। আর বেশি সময় লাগবে না একটা সুন্দর সমাধানে আসতে।’
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রায় শতভাগ অর্থের জোগান আসে সাধারণ জনগণ থেকে। আর যেসব জনগণ এ অর্থ দেন, তাঁদের সন্তানদের বেশির ভাগই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান না। এ অর্থের মধ্যে ভিক্ষুকদের অর্থও আছে। সুতরাং একজন শিক্ষার্থীর অবশ্যই দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক মো. ইসমত কাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান।