English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:১১

বিএড ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
বিএড ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন রিসার্চের (IIER) অধীন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের বিএড কোর্সের ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

পরিচালক প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রফেসর জানান, এ বছর বিএড কোর্সে ৭৫টি আসনের বিপরীতে ৯৭টি আবেদন জমা পড়েছে। আগামী শুক্রবার দুপুর আড়াইটা থেকে বেলা ৩টা পর্যন্ত ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১৪০নং কক্ষে এ পরীক্ষা চলবে। ইতোমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়েল ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।