English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:১৫

অনশনে যাবেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
অনশনে যাবেন শিক্ষকরা

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে কঠোর আন্দোলনে যাচ্ছেন। জাতীয় প্রেস ক্লাবে শনিবার এক সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।

দাবি আদায় না হলে ১৪ ফেব্রুয়ারি থেকে ক্লাস বর্জনসহ ২২ ফেব্রুয়ারি থেকে আমরণ অনশন কর্মসূচিতে যাবে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সৃষ্ট পদে নিয়োগপ্রাপ্ত নন এমপিও বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ।

সংবাদ সম্মেলনে তারা জানান, আমরা বৈধভাবে নিয়োগ পেয়েও ২০১১ সালের ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রের জন্য পাঁচ বছর ধরে এমপিওভুক্ত হতে পারছি না। ওই পরিপত্রে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা পরিশোধ করার কথা বলা হয়েছে। এই পরিপত্র বাতিলের দাবিতে সরকারের বিভিন্ন পর্যায়ে স্মাকরলিপি প্রদানসহ আন্দোলন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

নেতারা জানিয়েছেন, আগামী ১৩ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র বাতিল করে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্ত করা না হলে ১৪ ফেব্রুয়ারি থেকে ক্লাস বর্জন কর্মসূচি শুরু হবে। এছাড়া শিক্ষকরা ২২ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করবে বলেও জানানো হয়েছে।