English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:৪৯

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি স্থগিত ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি স্থগিত ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত

বেতন বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর আশ্বাসে ক্লাসে ফেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকারের উচ্চ পর্যায়ে আলোচনায় অগ্রগতির কথা জানিয়ে কর্মবিরতি স্থগিতের মেয়াদ ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন। 

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এ এইচ এম মাকসুদ কামাল। এর অাগে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের সঙ্গে তিনি এক বৈঠক করে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেন।

সমিতির মহাসচিব বলেন, “৩ ফেব্রুয়ারি পর্যন্ত সব প্রকার আন্দোলন কর্মসূচি স্থগিত রেখেছিলাম। আজকের সভায় এটি ২৩ তারিখ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।”

ওইদিনের মধ্যেই শিক্ষকদের দাবির বিষয়ে সমাধান হবে বলে আশাপ্রকাশ করেন তিনি। তবে না হলে ওইদিন সকালে ফেডারেশনের সাধারন সভায় স্থগিত কর্মসূচি নিয়ে পর্যালোচনা করা হবে।

সমাধান যদি সকলের নিকট সম্মানজনক হয়, তাহলে সরকার থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানাব। যদি সম্মানজনক না হয়, তাহলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

সংবাদ সম্মেলনে বেতন বৈষম্য নিরসনে সরকারের শীর্ষ আমলাদের সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়েও কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাকসুদ কামাল। ফেডারেশনের সঙ্গে সরকারের চার জন উচ্চপদস্থ সচিবের দুই দফা আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গেও একদফা আলোচনা হয়েছে। আমাদের মনে হচ্ছে, আমরা সম্মানজনক সমাধানের দিকেই অগ্রসর হচ্ছি। তবে আমলাদের মন-মানসিকতার ওপরও অনেক কিছু নির্ভর করছে। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী ‘অবগত আছেন’ বলে জানান সমিতির সাধারণ সম্পাদক।