English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:২৮

জবি’র টিএসসি উদ্ধারে ছাত্র ইউনিয়ন-ব্যাবসায়ী সংঘর্ষ

অনলাইন ডেস্ক
জবি’র টিএসসি উদ্ধারে ছাত্র ইউনিয়ন-ব্যাবসায়ী সংঘর্ষ

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গেটের সামনে বেদখল হওয়া ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) উদ্ধারে অভিযানে নেমেছে ছাত্র ইউনিয়ন জবি শাখা। জবি শাখার সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক শেখ সাদিক শুভর নেতৃত্বে নেতাকর্মীরা বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ উদ্ধার অভিযান শুরু করেন। এর আগে টিএসসির সামনে মানববন্ধন করে সংগঠনটির নেতাকর্মীরা।এসময় তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে দখলমুক্ত রাখার প্রত্যয় ব্যাক্ত করেন।

স্থানীয়রা জানান, ইউনিয়ন নেতাকর্মীরা টিএসসি’র বেদখল হওয়ায় স্থানে প্রায় ২০-২৫টি শীতকালীন কাপড় ও চায়ের দোকান উচ্ছেদ শুরু করেন। উচ্ছেদকে কেন্দ্র করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে কাপড় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই দোকানি আহত হয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, শীতকালীন ছুটির আগে টিএসসি এলাকা একবার দখলমুক্ত করা হলেও ছুটিকালীন সময়ে পুনরায় তা কাপড় ব্যাবসায়ীদের কাছে ভাড়া দেয়া হয়।