English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:১১

কেন্দ্র সচিবসহ ৬ শিক্ষককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
কেন্দ্র সচিবসহ ৬ শিক্ষককে অব্যাহতি

এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে গোপালগঞ্জের রামদিয়া কেন্দ্র সচিব মো. জয়নদ্দিনসহ ছয় শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক কর্মকর্তা রফিকুল ইসলামকে নতুন করে কেন্দ্র সচিব করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব বিষয়টি নিশ্চিত করেছেন। রামদিয়া পরীক্ষা কেন্দ্রে দুই ধরনের প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়।

পরীক্ষার প্রথম দিন সোমবার ওই কেন্দ্রের দুটি কক্ষে ২০১৪ সালের সিলেবাস অনুযায়ী করা সৃজনশীল প্রশ্নপত্রেই (বাংলা প্রথমপত্র) পরীক্ষা দেয় ২০১৬ সালের সিলেবাসের পরীক্ষার্থীরা।