English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:১৭

“প্রশ্ন ফাঁসের গুজবে কান দেবেন না”

নিজস্ব প্রতিবেদক
“প্রশ্ন ফাঁসের গুজবে কান দেবেন না”
ফাইল ছবি

 

আজ সোমবার সকাল ১০টায় সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার পরীক্ষায় (এসএসসি ও দাখিল)  মোট ১৬ লাখ  ৫১ হাজার ৫২৩ শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র এবং ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী।

এদিকে কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশ্ন ফাঁসের গুজবে কান দেবেন না। একইসঙ্গে প্রশ্নফাঁস রোধে উচ্চপর্যায়ের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আজ সোমবার সকাল ১০টায় তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেন, গৃহীত পদক্ষেপের ফলে প্রশ্নপত্র ফাঁসের কোনো সম্ভাবনা নেই। অভিভাবক ও শিক্ষার্থীদের বলবো আপনারা প্রশ্নফাঁসের গুজবে কান দেবেন না।

শিক্ষামন্ত্রী বলেন, যথাসময়েই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফেসবুকে ভুয়া প্রশ্ন ছড়ালে সঙ্গে সঙ্গেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ব্যবস্থা নেবে।