English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:২১

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

সারাদেশে এক সঙ্গে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।সোমবার সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়। দেশজুড়ে তিন হাজার ১৪৩টি কেন্দ্রে ২৮ হাজার ১১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। গত বছরের তুলনায় এবার ৩১১টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২৭টি কেন্দ্র বেড়েছে। বিদেশে আটটি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। এসব কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪০৪ জন।

এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে ১৩ লাখ চার হাজার ২৭৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে দুই লাখ ৪৮ হাজার ৮৬৫ ও এসএসসি ভোকেশনালে (কারিগরি) ৯৮ হাজার ৩৮৪ শিক্ষার্থী পরীক্ষা দেবে।
 
এ বছর প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ), পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে ১০ মিনিটের ব্যবধান থাকবে। আগামী বছর থেকে এমসিকিউ পরীক্ষায় ১০ নম্বর কমে যাবে।
 
এবার বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়া হচ্ছে। গত বছর থেকে গণিত ও উচ্চতর গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়া হচ্ছে। গত বছর শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা নামে নতুন একটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হচ্ছে।
 
গত বছরের ১৪ লাখ ৭৯ হাজার পরীক্ষার্থী রাজনৈতিক সহিংসতার কারণে ছিল আশঙ্কিত। বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধ-হরতালের কারণে কয়েক দফায় তাদের মোট ১২ দিনের ৭৯টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। দফায় দফায় পরীক্ষা পেছানোর কারণে চরম অনিশ্চয়তায় পড়ে তারা। তাদের পরীক্ষার ফলেও এর প্রভাব পড়ে। তবে এবারের ২০১৬ ব্যাচের ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যাবে রাজনৈতিক সহিংসতামুক্ত পরিবেশে, নির্বিঘ্নে। এদের মধ্যে আট লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র ও আট লাখ আট হাজার ৫৯০ জন ছাত্রী। এবার এ পরীক্ষায় এক লাখ ৭২ হাজার ২৫৭ শিক্ষার্থী বেড়েছে। ছাত্রী বেড়েছে ৯২ হাজার ৬৬৩ জন। ছাত্র বেড়েছে ৭৯ হাজার ৫৯৪ জন। গত বছরের তুলনায় বিজ্ঞানে এবার ৫৬ হাজার ২৮৬ পরীক্ষার্থী বেড়েছে।