শাবিতে র্যাগিং অভিযোগে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার

র্যাগিংকে নিয়ে জড়িত মারামারির ঘটনায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বেলা ১১টায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— মোশারফ হোসেন রাজু, নজরুল ইসলাম, মোশারফ হোসেন, মাহমুদুল হাসান ও অসীম বিশ্বাস।
এদিকে শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গণিত বিভাগের ২৪ ও ২৫তম ব্যাচের শিক্ষার্থী। রোববার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ মিছিল পরবর্তী মানববন্ধন করেন তারা।
এ বিষয়ে প্রক্টর কারুমজ্জামান বলেন, ‘প্রাথমিক তদন্তে র্যাগিং ও মারামারির বিষয়ে প্রমাণ পাওয়ায় ওই ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’ তিনি আরও জানান, ঘটনাটি তদন্তে ৩ সদস্যদের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার ছাদে ডেকে নিয়ে নবাগত এক ছাত্রীকে র্যাগিং করার হয় বলে অভিযোগ উঠেছে। ওইদিন বেলা ৩টার দিকে ব্যবসায় প্রশাসনের ৩য় বর্ষের শিক্ষার্থী সালমান তারই বিভাগের কিছু সহপাঠীকে নিয়ে শিক্ষার্থী রাকিব, মোশারফ ও মাহমুদুলকে মারধর করলে তারাও পাল্টা মার দেয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই পাঁচজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেন।