English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৬ ১৭:২১

আশ্বাসে স্থগিত শিক্ষকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
আশ্বাসে স্থগিত শিক্ষকদের কর্মবিরতি

বেতন কাঠামোর বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলনে থাকা সরকারি কলেজের শিক্ষকরা সরকারের আশ্বাস পেয়ে তাদের কর্মসূচি স্থগিত করেছেন।বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব আ ই কে সেলিম উল্লাহ খোন্দকার বুধবার বিকালে বলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং শিক্ষা সচিবের আশ্বাসের পর আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছেন তারা।এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে মার্চ থেকে আবারও কর্মসূচিতে যেতে বাধ্য হব আমরা।

দুই সচিবই অধ্যাপকদের আপগ্রেডেশনের বিষয়টি আগে সমাধান করে শিক্ষকদের অন্য দাবি পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানান আন্দোলন চালিয়ে আসা শিক্ষকদের এই নেতা। গত ২২ জানুয়ারি সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে তিনদিনের কর্মবিরতি শুরু করেন ২৭০টি সরকারি কলেজ, তিনটি আলিয়া মাদ্রাসা, ১৪টি টিটি কলেজ ও ১৬টি কমার্শিয়াল কলেজের ১৫ হাজার শিক্ষক।

এছাড়া আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে দাবি না মানলে ৬ থেকে ১১ ফেব্রুয়ারি ক্লাস বর্জনের কর্মসূচি দেন তারা। এরপরও দাবি পূরণ না হলে ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি ক্লাস-পরীক্ষা বর্জন এবং ২৩ ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণাও সমিতির পক্ষ থেকে দেওয়া হয়েছিল।

বুধবার দুপুরে সচিবালয়ে বিসিএস শিক্ষা সমিতির নেতারা শিক্ষা সচিব সোহরাব হোসাইনের সঙ্গে বৈঠক করেন। সেখানে সচিবের আশ্বাস পেয়ে সমিতির সাধারণ সভায় বসেন আন্দোলনরত শিক্ষকরা। সেখানেই এক মাসের জন্য কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত হয় বলে অধ্যাপক সেলিম উল্লাহ জানান।