English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৬ ১০:৫৭

জাবিতে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তিন ছাত্রলীগকর্মীকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
জাবিতে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তিন ছাত্রলীগকর্মীকে অব্যাহতি

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছনা এবং দুই শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন ও যৌন হয়রানির দায়ে অভিযুক্ত তিন কর্মীকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ। অব্যাহতি পাওয়া তিনজন হলেন সরকার ও রাজনীতি বিভাগের ৪০তম আবর্তনের শিক্ষার্থী মো. আবু সাদাত সায়েম এবং ৪৩তম আবর্তনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের জামশেদ আলম ও বাংলা বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান। তারা সবাই আল বেরুনী হলের আবাসিক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি মঙ্গলবার রাতে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, যেহেতু তারা সংগঠনের কর্মী, কোনো পদে নেই, তাই তাদের বহিষ্কার করা হয়নি। সকল ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে তাদের বিরত থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গীর মোড় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি ও তার বন্ধুকে মারধর করার অভিযোগ রয়েছে এই তিন ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে। ওই ঘটনা থামাতে গিয়ে অভিযুক্ত তিন শিক্ষার্থীর হাতে লাঞ্ছিত হন বলে অভিযোগ করেন ইতিহাস বিভাগের অধ্যাপক মোজাহিদুল ইসলাম। শনিবার দুপুরে মোজাহিদুল ইসলাম প্রক্টর বরাবর লিখিত অভিযোগপত্র দেন।