English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৬ ১৬:২৪

মাদকসেবনের দায়ে এসএসসি পরীক্ষার্থীর কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
মাদকসেবনের দায়ে এসএসসি পরীক্ষার্থীর কারাদন্ড

 

মাদক সেবনের দায়ে মাহবুবুর জামান মামুন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে তিন দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে মেহেরপুরের নির্বাহী ম্যাজিট্রেট মোহাম্মদ নুর এ আলম এ আদালত পরিচালনা করেন।

দণ্ডাদেশপ্রাপ্ত মাহবুবুর জামান মামুন মেহেরপুর শহরের চক্রপাড়ার মুস্তাফিজুর রহমানের ছেলে। চলতি বছর মেহেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে তার এসএসসি (ভকেশনাল) পরীক্ষা দেওয়ার কথা। এর আগে সকালে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই জালাল উদ্দিন শহরের চক্রপাড়া থেকে ১০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।