English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৬ ১৫:৫১

গ্র্যাজুয়েটদের বরণ করবে চবি

নিজস্ব প্রতিবেদক
গ্র্যাজুয়েটদের বরণ করবে চবি

চলতি বছরের ৩১ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে গ্র্যাজুয়েটদের বরণ করতে নানান রঙে সাজছে চবি’র ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয় সূত্রে, চতুর্থ সমাবর্তনে অংশগ্রহণ করছে ৭ হাজার ১৯৪ জন গ্র্যাজুয়েট। যা দেশের ইতিহাসে বড় সমাবর্তন। আর এসব গ্র্যাজুয়েটদের বরণ অনুষ্ঠান হবে চবির কেন্দ্রীয় খেলার মাঠে। সমাবর্তনে অংশ নেয়া গ্র্যাজুয়েটরা আগামী ২৯ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তন থেকে গাউন সংগ্রহ করতে পারবেন। এছাড়া সমাবর্তনের দিন ক্যাম্পাসে ৭২টি বুথ বসানো হবে। সমাবর্তনে অংশগ্রহণকারীরা চাইলে বুথ থেকেও সংগ্রহ করতে পারবেন গাউন। পাশাপাশি সমাবর্তনকে নির্বিঘ্ন করতে ক্যাম্পাসে নেওয়া হয়েছে আট স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া ক্যাম্পাসের পাহাড়গুলোতেও থাকছে আলাদা নিরাপত্তা।

সমাবর্তন কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা বলেন, চতুর্থ সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। সমাবর্তন নির্বিঘ্নে করতে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। ইতোমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রেলওয়ে সড়ক ও জনপদ বিভাগসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। সমাবর্তন অনুষ্ঠান ভালোভাবেই সম্পন্ন করতে পারব বলে আশা করছি।

উল্লেখ্য- সর্বশেষ ২০০৮ সালের ৫ নভেম্বর চবির সাবেক উপাচার্য প্রফেসর বদিউল আলমের নেতৃতে তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল।