English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৬ ১৭:৩৮

দেশ আগাচ্ছে মধ্যম আয়ের প্রত্যয়ে

নিজস্ব প্রতিবেদক
দেশ আগাচ্ছে মধ্যম আয়ের প্রত্যয়ে

বাংলাদেশে ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশ নিন্ম আয়ের দেশের গ্লানি ঘুচিয়েছে। লাভ করেছে নিন্ম মধ্যম আয়ের দেশের মর্যাদা। এখন এগিয়ে চলছে মধ্যম আয়ের দেশ হবার দৃঢ় প্রত্যয়ে।

শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) চত্বরে বিশ্ববিদ্যালয় সংবাদপত্র পাঠক ফোরাম এ সেমিনারের আয়োজন করে।

গভর্নর বলেন, ২০২১ সালের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এ গৌরব অর্জনে সরকার বদ্ধপরিকর। যুদ্ধবিধ্বস্ত একটি বাংলাদেশ যেন অভাবনীয়ভাবে ধ্বংসস্তুপ থেকে স্ফিনিক্স পাখির ন্যায় ওঠে এসেছে সাবলিলতার আঙ্গিনায় । এটাই আমাদের অর্থনীতির বড় গল্প। তাই দেশ ও জাতির উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

তরুণদের উদ্দেশ্যে বলেছেন,  তোমরাই পার বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপন করতে। তোমাদের স্বপ্ন শাণিত হোক স্বদেশের মঙ্গলে, মানুষের কল্যাণে। বিশ্বায়নের এই পৃথিবীতে শুধুই কী এলাকা বা দেশকে নিয়ে ভাবলে চলে? ভাবতে হবে বিশ্ব মানবতার আঙ্গিকে। আর এজন্য তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

দেশের অর্থনীতি প্রসঙ্গে গভর্নর বলেন, এদেশের অর্থনীতির গল্প শুধু বাঙ্গালীর কাছেই নয়, সারা পৃথিবীতে এক কৌতূহলের বিষয়। বিশ্বমন্দার মধ্যেও দেশটি গত এক দশক ধরে গড়ে ছয় শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করে চলেছে। জিডিপি’র ভিত্তিতে দেশটির স্থান এখন বিশ্বে ৪৫তম এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে ৩৩তম। আন্তর্জাতিক জরিপ সংস্থা ‘গ্যালপ’ এর মতে পৃথিবীর সবচেয়ে আশাবাদী জাতি এখন বাংলাদেশ এবং অর্থনৈতিক সম্ভাবনার বিচারে আমাদের অবস্থান দ্বিতীয়।

সেমিনারে রাবি সংবাদপত্র পাঠক ফোরামের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রাবি ভিসি প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দন, রাবি প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক প্রফেসর হাসান আজিজুল হক, গভর্নরের সফর সঙ্গী কেন্দ্রীয় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।   এছাড়া অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা ও বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক আরিফ হাসনাত। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।