English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৬ ১৭:২৩

দিনাজপুরে এসএসসি পরীক্ষা শুরু পহেলা ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে এসএসসি পরীক্ষা শুরু পহেলা  ফেব্রুয়ারি

আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০১৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবারে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে ১ লাখ ৪৯ হাজার ৯০০ পরীক্ষার্থী । যা গত বারের চেয়ে এবারে পরীক্ষার্থী বেড়েছে ২২ হাজার ৯৪৬ জন। ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে  জানিয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানান, পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০১৬ সালের এসএসসি পরীক্ষা। এ শিক্ষাবোর্ডের অধীনে ৮টি জেলার ২ হাজার ৫৫৮টি বিদ্যালয় থেকে ১ লাখ ৪৯ হাজার ৯০০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ৮টি জেলার জেলা প্রশাসকের প্রতিনিধিদের নিকট ট্রাঙ্কজাতকৃত এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ও অন্যান্য উপকরণ সরবরাহ করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসন, সাংবাদিকসহ সর্ব মহলের সহযোগিতা কামনা করেছেন তিনি। দিনাজপুর শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার পর এটি অনুষ্ঠিত হবে শিক্ষাবোর্ডের  অধীনে অষ্টম এসএসসি পরীক্ষা।

জানা যায়,  ১ লাখ ৪৯ হাজার ৯০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ হাজার ৩০৮ জন ছাত্র ও ৭২ হাজার ৫৯২ জন ছাত্রী। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ৩২ হাজার ৮১৫, অনিয়মিত পরীক্ষার্থী ১৬ হাজার ৮৩৫ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ২৫০ জন। বিজ্ঞান বিভাগে মোট ৬৩ হাজার ২৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৬৭৫ জন ও ছাত্রী ২৫ হাজার ৫৯৭, মানবিক বিভাগে ৭৯ হাজার ৪৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৪ হাজার ৫৪৯ জন ও ছাত্রী ৪৪ হাজার ৯১৫, ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫ হাজার ৮৪ জন ছাত্র ও ২ হাজার ৭৮ ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।মোট পরীক্ষার্থীর মধ্যে সকল বিষয়ে পরীক্ষার্থী এক লাখ ৩৪ হাজার ২৪১ জন, এক বিষয়ের পরীক্ষার্থী ১৩ হাজার ২৪২ জন, দুই বিষয়ে ২ হাজার ২৪১ জন, তিন বিষয়ে ১৬২ জন ও বার বিষয়ে ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।