English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৬ ১২:১৬

নয় দিন পর শিক্ষকরা ফিরলেন ক্লাসে

নিজস্ব প্রতিবেদক
নয় দিন পর শিক্ষকরা ফিরলেন ক্লাসে

 

নতুন বেতন কাঠামোতে গ্রেড সমস্যা নিরসনের দাবিতে টানা নয় দিন শিক্ষকদের লাগাতার কর্মবিরতির পর আজ বুধবার থেকে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিতি একটু কম।

ঢাকা, চট্টগ্রাম ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখা গেছে, ইতিমধ্যে ক্লাস শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে ক্লাস শুরু হয়েছে। কলা ভবনসহ অন্যান্য বিভাগগুলোও সচল আছে বলে জানা গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত গতকাল সন্ধ্যার পর জেনেছেন বিধায় আজ আজ ক্লাস হয়নি। আজ বৈঠক করে তারা ক্লাসের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য গত ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শিক্ষকেরা দেখা করলে প্রধানমন্ত্রী দাবি পূরণের আশ্বাস দেন। এই আশ্বাসে আশ্বস্ত হয়ে গতকাল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কর্মবিরতি স্থগিত করে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দেন। তাঁরা বলছেন, ৩ ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে সেদিনের আহুত পর্যালোচনা সভায় পরবর্তী করণীয় ঠিক করা হবে।