English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৬ ১৯:৪৩

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সন্ধ্যায় গণভবনে এ বৈঠক শুরু হয়েছে। জানা গেছে, মোট পাঁচজন শিক্ষক নেতা বৈঠকে উপস্থিত রয়েছেন। এদের মধ্যে শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ড. ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব এএসএম মাকসুদ কামালসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কয়েকজন নেতা রয়েছেন। গণভবনে পিঠা উৎসব উপলক্ষে শিশুদের নৃত্য পরিবেশনার আয়োজন করা হয়েছে।

গণভবনে আজকের পিঠা উৎসব উপলক্ষে গত রবিবার তাদের নিমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের অনুষ্ঠানে শিক্ষক নেতারা যোগ দিলে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর তাৎক্ষণিক ভাবেই তাদের কথা শুনতে রাজি হন প্রধানমন্ত্রী। তার পরিপ্রেক্ষিতে এ বৈঠক শুরু হয়।