উইলস লিটল স্কুলের ভর্তি কার্যক্রম বন্ধ

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের পর ভর্তি বাবদ ব্যাংকের টাকা জমা নেওয়া স্থগিত করেছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। এবং পরবর্তী নির্দেশের পর ভর্তি-সংক্রান্ত কার্যক্রম শুরু করা হবে
সোমবার স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে একটি নোটিশ দিয়েছে।
নোটিশে জানান, যেসব শিক্ষার্থী বিভিন্ন শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত হয়েও এখনো ভর্তি হতে পারেনি এবং যারা পুনরায় ভর্তি হতে পারেনি, তারাও নিয়মিত ক্লাসে অংশ নিতে পারবে।
এ প্রসঙ্গে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশের পর ভর্তি-সংক্রান্ত কার্যক্রম শুরু করা হবে। মন্ত্রণালয় যদি বলে, ইতিমধ্যে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তা ফেরত দিতে হবে, তবে তা-ই করা হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন উপপরিচালক বলেছেন, সরকার কর্তৃক পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত শিক্ষার্থীদের বর্ধিত বেতন ও অন্যান্য ফি আদায় অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নির্দেশ প্রধান করা হয়েছে পাশাপাশি ঢাকার কোন বিদ্যালয় কত টাকা ফি বাড়িয়েছে, তার তথ্য চাওয়া হয়েছে। এ সপ্তাহের মধ্যে এসব তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়কে জানানো হবে।
তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বলছে, নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ায় প্রয়োজন মেটাতে বেসরকারি শিক্ষকদেরও অধিক বেতন প্রয়োজন।
এদিকে, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে বর্ধিত বেতন ফি আদায় না করার নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রণালয়। রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাসিক বেতন ও অন্যান্য ফি সরকারের নির্দেশনা ব্যতিরেকেই বর্ধিত হারে আদায় করা হচ্ছে। ফলে শিক্ষার্থী ও অবিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিবাদ জানায়। গণমাধ্যমেও এ নিয়ে আলোচনা হয়। যার প্রেক্ষিতে সরকার এ প্রজ্ঞাপন জারি করলো।
আরো বলা হয়, সরকার কর্তৃক পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত শিক্ষার্থীদের বর্ধিত বেতন ও অন্যান্য ফি আদায় অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নির্দেশ প্রধান করা হলো। এ বিষয়ে সরকার শিগগিরি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
এ নির্দেশ না মানলে কী ব্যবস্থা নেওয়া হবে, তা আদেশে বলা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ না মানলে কী ব্যবস্থা নেওয়া হবে, তা সংশ্লিষ্ট কারও অজানা নয়।