English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৬ ১৮:২৫

ক’বার সেক্স করেছে, ছাত্রছাত্রীদের কাছে জানতে চাইলো বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক
ক’বার সেক্স করেছে, ছাত্রছাত্রীদের কাছে জানতে চাইলো বিশ্ববিদ্যালয়

কেলেঙ্কারি কাণ্ড বললেন কম বলা হয়। ছাত্রছাত্রীদের থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতে চাইলো, গত তিন মাসে তাঁরা ক’বার সেক্স করেছেন। ঘটনা আমেরিকার ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার।ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়া একটি বাধ্যতামূলক প্রশ্নপত্র পাঠিয়েছে ছাত্রছাত্রীদের কাছে। তাতে জানতে চাওয়া হয়েছে, গত তিন মাসে তাঁরা কতবার এবং কতজনের সঙ্গে সেক্স করেছেন।

 

শিক্ষায় যাতে লিঙ্গের ভিত্তিতে বিভাজন না-হয়, তা নিশ্চিত করতে এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে ‘টাইটেল নাইন’ প্রোগ্রাম। এরই অংশ হিসেবে ছাত্রছাত্রীদের ব্যক্তিগত জীবন, বিশেষ করে সেক্স সম্পর্কে জানতে চাওয়া হয়। পরের সেমেস্টারের জন্য নাম নথিভুক্ত করাতে এই প্রোগ্রামে অংশগ্রহণ বাধ্যতামূলক।

আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে এই প্রশ্নপত্রের উত্তর জমা দিতে হবে। ‘প্লিজ শেয়ার এ লিটল অ্যাবাউট ইউ’ শীর্ষক প্রশ্নমালায় এসেছে এমন সব প্রশ্ন, যা অনেক ছাত্রছাত্রীই মনে করেন ‘একান্ত ব্যক্তিগত’ এবং কোর্সের সঙ্গে এর সম্পর্ক নেই। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও বক্তব্য আসেনি।