ইতিহাস বিকৃত পুস্তক পোড়ানোর সুপারিশ

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) সংগৃহীত ইতিহাস বিকৃত পুস্তকসমূহ পুড়িয়ে ফেলার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
সংসদ ভবনে মঙ্গলবার ১০ম জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২২তম বৈঠক এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চলমান মামলাগুলোর রায়ের পর আর কোনো আপিল না করাসহ চলমান আপিলের কার্যক্রম না চালানোর বিষয়ে সুপারিশ করা হয়।
কমিটি ২০১৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণির পাঠ্যপুস্তক ছাপানো সংক্রান্ত তথ্যাদি সংসদীয় কমিটি কর্তৃক গঠিত কমিটিকে অবহিত করার জন্য এনসিটিবিকে সুপারিশ করে। বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ছিটমহলগুলোতে সংসদ সদস্যদের পরামর্শ ক্রমে চিহ্নিত স্থানে স্থাপিত নতুন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলীর সুপারিশ করে কমিটি। স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর সকল বিষয়ে সঠিক তথ্য প্রেরনের জন্য সুপারিশ করা হয়।
কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান ছাড়াও আ. খ. ম. জাহাঙ্গীর হোসেন, সামশুল হক চৌধুরী, মো: আবুল কালাম, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব, মহা-পরিচালক, প্রকল্প পরিচালকসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।