English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৬ ১৮:৩৭

রুটিন পরিবর্তন দাবিতে মানববন্ধন শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
রুটিন পরিবর্তন দাবিতে মানববন্ধন শিক্ষার্থীদের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ঘোষিত রুটিন অবিলম্বে পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা কলেজ শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গণে ২০১৪-১৫ ব্যাচের শিক্ষার্থীরা এ মানববন্ধনে করেন। এতে কয়েক’শ শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক পর্যায়ে অযৌক্তিক রুটিন তৈরি করেছে। কোনো বিষয়ের প্রস্তুতির জন্য এক দিন সময় যথেষ্ট নয়। আজ পযন্ত এমন রুটিন কেউ দেখেনি।  তারা আরও বলেন, ২০১৩-১৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় দুই পরীক্ষার মাঝে যেখানে ৩ থেকে ৬ দিন বন্ধ রাখা হয়েছে। কিন্তু এবারে সেথানে একই বিষয়ে বন্ধ দেওয়া হয়েছে ১ দিন।