English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৬ ১৯:১৩

লাগাতার কর্মবিরতি বেরোবিতে

নিজস্ব প্রতিবেদক
লাগাতার কর্মবিরতি বেরোবিতে

নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন গ্রেডের অসঙ্গতি নিরসনের দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষকরা।

সোমবার সকাল থেকেই এই লাগাতার কর্মবিরতি কর্মসূচী পালন করছে।

এসময়ে পূর্ব নির্ধারিত পরীক্ষা চললেও নতুন করে কোনো পরীক্ষা কিংবা কোনো ক্লাস হয়নি। তবে বেলা ১১টার আগে বাংলা বিভাগে একজন শিক্ষক ক্লাস নিয়েছিলেন বলে জানিয়েছন এক শিক্ষার্থী। তা ছাড়া আর কোনো বিভাগে ক্লাস হয়নি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান।

এ ব্যাপারে বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ জানান, ‘অষ্টম জাতীয় বেতন কাঠামোতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। যতক্ষণ এই বৈষম্যমূলক বেতন কাঠামো প্রত্যাখ্যান ও পুনর্র্নিধারণ না করা হবে তত দিন এই লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে।’