English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৬ ২০:১০

হারুণ মোল্লা কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
হারুণ মোল্লা কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা
মিরপুর সাগুফতা আবাসিক এলাকায় হারুণ মোল্লা কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্রত স্থাপন অনুষ্ঠানে উপস্থিত মিসেস হারুণ মোল্লাকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন তার সন্তানরা।

ইংরেজি নতুন বছরের প্রথম দিনে মিরপুরের শহীদবাগের সাগুফতা আবাসিক এলাকায় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. হারুণ-আল-রশিদ মোল্লার নামে হারুণ মোল্লা কলেজের নিজস্ব জায়গায় নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় হারুণ মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি ও মো. হারুণ –আল-রশিদ মোল্লা সাহেবের বড় ছেলে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব মো. এখলাস উদ্দিন মোল্লা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হারুণ-আল-রশিদ মোল্লা সাহেবের মেজো ছেলে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ ও কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্য ও প্রতিষ্ঠাতা মো. আলী আহমেদ মোল্লা, প্রতিষ্ঠাতা মো. আজহারুল ইসলাম মোল্লা(বিপ্লব) এবং দাতা সদস্য ইমরান উদ্দিন মোল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন হারুণ মোল্লা কলেজের অধ্যক্ষ জনাব  মোহা. আব্দুর রাজ্জাক ও শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং মিরপুরের বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানগণ,বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন হারুণ মোল্লা কলেজের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান খান ও মো. আব্দুল্লাহ আল-মামুন। উল্লেখ্য, কলেজটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন মিসেস হারুণ-আল-রশিদ মোল্লা।