English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৬ ১৯:১৬

শর্তহীন দাবীতে শিক্ষকদের নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
শর্তহীন দাবীতে শিক্ষকদের নতুন কর্মসূচি

শর্তহীনভাবে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি। পাশাপাশি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবী জানান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে শনিবার দুপুরে সমিতির এক সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা এ দাবী করে নতুন কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি বলা হয়, দাবি আদায়ে আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি কালো ব্যাজ ধারণ, ১৬ জানুয়ারি কর্মবিরতি এবং ১৮ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ শেষে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে। পাশাপাশি ১৮ জানুয়ারি সব জেলা-উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের মাধ্যমেও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচিও ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে।

এসময়ে লিখিত বক্তব্যে সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, বেসরকারি শিক্ষকদের অবহেলা মানেই শিক্ষা ব্যবস্থার প্রতি অবহেলা। “তাই ২০ ডিসেম্বরের প্রজ্ঞাপন বাতিলসহ শর্তহীনভাবে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর ও শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানাচ্ছি।”

তিনি বলেন, ১৮ জানুয়ারির মধ্যে দাবি মানা না হলে সারা দেশের হতাশ ও বিক্ষুদ্ধ শিক্ষক-কর্মচারীদের নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সমিতির সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা, সহ-সভাপতি বজলুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কাশেম, শিক্ষক অলোক ঘোষ প্রমুখ।