English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৬ ১৮:৫৬

চার দিনব্যাপী উৎসব করবে জাবি

নিজস্ব প্রতিবেদক
চার দিনব্যাপী উৎসব করবে জাবি

চার দিনব্যাপী এক আনন্দ উৎসব অনুষ্ঠান মালার আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে এ উৎসব আয়োজন করা হবে বলে জানিয়েছেন জাবি’র কর্তৃপক্ষ।

আগামি মঙ্গলবার সকাল দশটায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ দিবসের কর্মসূচির উদ্বোধন হবে।

জানা যায়, ১৩ জানুয়ারি বুধবার বেলা তিনটায় সেলিম আল দীন মুক্তমঞ্চে পুতুল নাচ এবং বিকেল পাঁচটায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ১৪ জানুয়ারি বেলা তিনটায় পিঠা মেলা এবং বিকেল পাঁচটায় নাটক মঞ্চায়ন করা হবে।  ১৫ জানুয়ারি এ্যালামনাই ডে মিলনমেলা হবে। দিনব্যাপী এ মিলনমেলায় সকাল নয়টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হবে।

এরপর সেলিম আল দীন মুক্তমঞ্চে স্মৃতিচারণ, প্রথম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা, ফানুস উড়ানো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।