English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৬ ১১:৪৭

৩৬তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
৩৬তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত

আজ শুক্রবার ৩৬তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাটি সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে বেলা সাড়ে ১১টায় শেষ হয়েছে। এবার বিসিএস দিচ্ছেন দুই লাখের বেশি পরীক্ষার্থী। সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রকাশ করা আসনবিন্যাস অনুসারে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরে ১৬১টি কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

এবার পরীক্ষার হলে পরীক্ষার্থীদের হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। মুঠোফোন, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বইপুস্তক ও ব্যাগসহ পরীক্ষার হলে প্রবেশ শাস্তিযোগ্য অপরাধ হিসেব বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে এসব পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করাসহ প্রার্থীর প্রার্থিতা বাতিল এবং ভবিষ্যৎ নিয়োগ পরীক্ষার জন্যও ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে এই মর্মে নির্দেশনা দেয়া হয়েছিল। ৩৬তম বিসিএসের মাধ্যমে দুই হাজারের বেশি কর্মকর্তাকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ করা হবে।