English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৬ ২০:০৪

কর্মবিরতি পালন করলেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
কর্মবিরতি পালন করলেন শিক্ষকরা

অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বৈষম্য দূর করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুই ঘণ্টার কর্মবিরতিসহ অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

বৃহস্পতিবার বেলা ১১টায়  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন বটতলায় এ কর্মবিরতি কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

এসময়ে শিক্ষকরা অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীলসহ শিক্ষকদের হেয় করে একটি মহল তাদের আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে। দাবি পূরণ না হলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী লাগাতার আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা।

অষ্টম বেতন কাঠামোতে অর্থমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূর করার দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এ সময় তারা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।

এদিকে ঢাকা ছাড়াও দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশালে বরিশাল বিশ্ববিদ্যালয়, সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেটে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ একই দাবীতে নিজ নিজ ক্যাস্পাসে কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।