English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৬ ১৫:৫৪

১৩ দিন বন্ধ থাকার পর খুললো ইবি

অনলাইন ডেস্ক
১৩ দিন বন্ধ থাকার পর খুললো ইবি

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১৩ দিন বন্ধ থাকার পর আজ বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হয়েছে। সকাল ১০টা থেকে ক্লাস ও পরীক্ষা স্বাভাবিকভাবে চলছে। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খুলে দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। ১৩ দিন বন্ধের পর আজ প্রথম দিনে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানা গেছে।  

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ঘষ বাঁধে। এরপর জরুরি সিন্ডিকেট সভায় ১৩ দিন শীতকালীন ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওাইদিন সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় প্রশাসন। বন্ধের পর ৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।