English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৬ ১৬:৪৫

পিইডিপি’কে ১০ কোটি ডলার সহায়তা দেবে জিপিই

নিজস্ব প্রতিবেদক
পিইডিপি’কে ১০ কোটি ডলার সহায়তা দেবে  জিপিই

তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) বাস্তবায়নের লক্ষে ১০ কোটি মার্কিন ডলার অতিরিক্ত সহায়তা দিচ্ছে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই) ট্রাস্ট ফান্ড।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি-২ সম্মেলন কক্ষে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী সফিকুল আযম ও বিশ্বব্যাংকের ঢাকা অফিসের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ইফফাত শরিফ।

অনুষ্ঠানে জানানো হয়, এই অনুদানের অর্থ বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে প্রাথমিক বিদ্যালয় গমন উপযোগী সব ছেলেমেয়ে, শিক্ষার ক্ষেত্রে সামাজিক বৈষম্য দূরীকরণ, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে ব্যবহৃত হবে।

পাশাপাশি পাঁচ বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা সম্পন্নকরণ, শিক্ষার্থীদের সার্বিক গুণগত মানোন্নয়ন এবং প্রাথমিক শিক্ষায় সম্পদের সর্বোত্তম দক্ষতা বৃদ্ধির লক্ষেও এর ব্যবহার হবে।