English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৬ ২০:৩৩
৩৬তম বিসিএস পরীক্ষা তদারকিতে থাকছেন ১১৭ জন ম্যাজিস্ট্রেট

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস সোমবার প্রকাশিত হয়েছে। এদিন সকালে নিজস্ব ওয়েবসাইটে এই আসনবিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন (ক্যাডার) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আসনবিন্যাস প্রকাশ করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ মার্চ (শুক্রবার) সকাল ৮টা ২০ মিনিট থেকে ৮টা ৫৫ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের নিজ নিজ পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে। ৯টায় পরীক্ষার্থীদের উত্তরপত্র দেওয়া হবে। ৯টা ৩০ মিনিটে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হবে এবং ১১টা ৩০ মিনিটে পরীক্ষা শেষ হবে। এবারের বিসিএস পরীক্ষায় মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক ও ব্যাগ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। কোনো প্রার্থীর কাছে ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক ও ব্যাগ পাওয়া গেলে বিসিএস পরীক্ষা বিধিমালা ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কমিশনের সব নিয়োগ পরীক্ষায় তাকে অযোগ্য ঘোষণা করা হবে।

অন্যদিকে ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে প্রশাসন ক্যাডারের ১১৭ কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে সরকার। তারা পরীক্ষার দিনে কেন্দ্রের ভেতরে ও বাইরের আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে। ঢাকার ১০৭টিসহ দেশের ১৬২টি কেন্দ্রে আগামী ৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। এতে দুই লাখ ১১ হাজার ৩২৬ জন অংশ নেবেন। এই বিসিএসের মাধ্যমে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেব দুই হাজার ১৮০ জনকে নিয়োগ দেয়া হবে।