English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৬ ১৮:২৫

ভূমিকম্পের তান্ডবে জবি’র অফিসে ফাটল

নিজস্ব প্রতিবেদক
ভূমিকম্পের তান্ডবে জবি’র অফিসে ফাটল

ভূমিকম্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পুরান ভবনের দ্বিতীয় তলার অফিস কক্ষে ফাটল দেখা দিয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর ভবনটি ব্যবহার না করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিদর্শক আতাউর রহমান জানান, তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে পুরাতন ভবনের দ্বিতীয় তলার অফিস কক্ষে ফাটলের খবর পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনটি পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আপাতত ভবনটি ব্যবহার না করতে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।