English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৬ ১৩:১৫

বেতন বৃদ্ধির প্রতিবাদে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অভিভাবকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
বেতন বৃদ্ধির প্রতিবাদে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অভিভাবকদের সড়ক অবরোধ
নতুন বছরের প্রথম কর্মদিবসে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী-অভিভাবকরা বেতন বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে কাকরাইলে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে বিভিন্ন গন্তব্যের মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে। 
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ‍অভিভাবকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।