English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৬ ১২:৩৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি শুরু

নিজস্ব প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি শুরু

আজ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তি শুরু হয়েছে । ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের এই ভর্তি প্রক্রিয়া আগামী বুধবার পর্যন্ত চলবে।ভর্তি শেষে আগামী ৯ জানুয়ারি বিভাগ পরিবর্তনের (মাইগ্রেশন) তালিকা প্রকাশ করা হবে। পরদিন বিভাগ নির্ধারিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর মাইগ্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। ভর্তিচ্ছুদের পছন্দক্রম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন হয়ে যাবে।

মেধা তালিকার মাইগ্রেশন শেষে ১৬ জানুয়ারি প্রথমবারের মতো ‘অপেক্ষমান তালিকা’ প্রকাশ করা হবে। ওই তালিকা থেকে ভর্তি করা হবে ২৬ ও ২৭ জানুয়ারি। এরপর আসন শূন্য থাকা সাপেক্ষে ৪ ফেব্রুয়ারি পরবর্তী অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব ও উপ-নিবন্ধক (শিক্ষা) মোহাম্মদ আলী জানান আগামী ১৬ ফেব্রুয়ারি নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হতে পারে। তিনি আরও বলেন, “ক্লাস শুরুর পর প্রথম ১০ দিন কোনো শিক্ষার্থী একটানা অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।”

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ইউনিট অফিসের নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.ed) পাওয়া যাবে।