English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৬ ১২:০৭

নতুন বই পাচ্ছে খুলনার শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নতুন বই পাচ্ছে খুলনার শিক্ষার্থীরা

নতুন বইয়ে সরগরম হচ্ছে খুলনাবাসী। আজ খুলনা বিভাগে ১০ জেলায় মোট ৩৯ লাখ শিক্ষার্থীরা নতুন বই বিতরন করা হচ্ছে।

অাজ সকাল ১১টায় একযোগে খুলনা জেলা স্কুলে খুলনা-২ আসনের সাংসদ আলহাজ্ব মিজানুর রহমান মিজান ও খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষ কলেজিয়েট স্কুল এন্ড উইমেন্স কলেজে নতুন বই বিতরণ শুরু করেন।

মাধ্যমিক স্তরে ১৭ লাখ ৩৮ হাজার ৪ শত ৩০জন ও প্রাথমকি স্তরে ২১ লাখ ৪৪ হাজার ৪ শত ৫৫জন শিক্ষার্থী নতুন বই পাবে। মাধ্যমিক স্তরে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদেরকে মোট ২ কোটি ৩০ লাখ ৫৫ হাজার ৭ শত ৬৫টি বই দেওয়া হবে। এছাড়া প্রাথমিক স্তরে স্কুল, মাদ্রাসা ও কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীরা ১ কোটি ৭৫ লাখ ৬ শত ৭৯ খানা বই দেওয়া হবে।