English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৫ ১৭:৫৭

সন্ধ্যার পর বহিরাগতদের প্রবেশ নিষেধ

নিজস্ব প্রতিবেদক
সন্ধ্যার পর বহিরাগতদের প্রবেশ নিষেধ

নাশকতামূলক ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষেধ করেছে ঢাবি’র কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রক্টর অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশাধিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের রাত ৮টার মধ্যে ঘরে ফিরতে বলা হয়েছে।

ইংরেজি নববর্ষ উপলক্ষে সার্বিক নিরাপত্তা বিধান নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।