English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৫ ১৪:৪৯

জুনিয়র সমাপনী পাশের হার ৯২.৩৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
জুনিয়র সমাপনী পাশের হার ৯২.৩৩ শতাংশ

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় সম্মিলিত পাসের হার ৯২.৩৩ শতাংশ। যা ২০১৪ সালে গড় পাসের হার ছিল ৯০.৪১ শতাংশ। 

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার দুপুর দেড়টায় আনুষ্ঠানিকভাবে জেএসসি-জেডিসির ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এর আগে সকালে শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার-সংক্ষেপ হস্তান্তর করেন।

শিক্ষামন্ত্রী জানান, এবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৯ লাখ ২৯ হাজার ৯৯ জন, পাস করেছে ১৭ লাখ ৮০ হাজার ৭৭০ পরীক্ষার্থী। জেডিসিতে তিন লাখ ৪৩ হাজার ১৯০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে তিন লাখ ১৭ হাজার ৩১২ জন। জেএসসি-জেডিসি পরীক্ষা গত ১ নভেম্বর শুরু হয়। শেষ হয় গত ১৮ নভেম্বর।

জানা যায়, দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসিতে পাসের হার ৯২.৩১ শতাংশ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেডিসিতে ৯২.৪৬ শতাংশ। গত বছর জেএসসিতে পাসের হার ছিল ৮৯.৮৫ ও জেডিসিতে ৯৩.৫০ শতাংশ।

এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেওয়া ২২ লাখ ৭২ হাজার ২৮৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২০ লাখ ৯৮ হাজার ৮২ জন। দুই পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৯৬ হাজার ২৬৩ পরীক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল এক লাখ ৫৬ হাজার ২৩৫ জন। এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪০ হাজার ২৮। 

এবার জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৭ হাজার ৫০২ জন, যা গত বছরের তুলনায় ৫০ হাজার ৫৫৭ জন বেশি। তবে জিপিএ-৫ পাওযার সংখ্যা কমেছে জেডিসিতে। 

ফল জানা যাবে- শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) ছাড়াও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে জেএসসি-জেডিসির ফল জানা যবে। যেকোনো মোবাইল থেকে JSC/JDC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে এসএমএস  করলে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।