English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৫ ১৯:২০

সমান বেতন স্কেলের দাবিতে কর্মসূচি ঘোষণা শিক্ষক সমিতির

টিডিপি ডেস্ক
সমান বেতন স্কেলের দাবিতে কর্মসূচি ঘোষণা শিক্ষক সমিতির

সমান বেতন স্কেলের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক নেতৃবৃন্দ।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তাচারীদের স্বয়ংক্রিয়ভাবে প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে একযোগে বেতন স্কেল কার্যকর করার দাবি জানান বাংলাদেশ শিক্ষক সমিতি।

ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর সারা দেশে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করবেন।

বেসরকারি শিক্ষকদের দাবি, শিক্ষানীতি ২০১০ এর বাস্তবায়ন। যার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ হবে। আর শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ করা হলে প্রতিষ্ঠানের আয়ের অংশ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার বিষয়টি সুরাহা করা যেতে পারে।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা ও মো. বজলুর রহমান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কাওছার আলী উপস্থিত ছিলেন।

বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম/একে