ঢাবি শিক্ষার্থীর গায়ে আগুন!
টিডিপি ডেস্ক

নিজ গায়ে আগুন দিয়েছেন ঢাবি ফার্সি বিভাগের তৃতীয় বর্ষের এক নারী শিক্ষার্থী। কবি সুফিয়া কামাল হলের মেয়েটির শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাবির টিএসসিতে এ ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বিশ্ববিদ্যালয়ের দু-তিনজন ছাত্র।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। কেন এরকম একটি কাজ করলো তার সাথে কথা বললে ভালোভাবে জানা যাবে। আমি কথা বলতে চেয়েছি, কিন্তু সে অসুস্থ থাকায় কথা বলতে পারছি না।’
বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম