কুবিতে এক ভুয়া পরীক্ষার্থী আটক
অনলাইন ডেস্ক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় বদলি (প্রক্সি) দিতে এসে আটক হয়েছেন জহির রায়হান নামে এক শিক্ষার্থী।
শনিবার (৫ ডিসেম্বর) সি ইউনিটের পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সকালে সি ইউনিটের পরীক্ষার সময় নগরীর ফয়জুন্নেসা স্কুলকেন্দ্র থেকে প্রক্সি দিতে আসা জহির রায়হানকে আটক করা হয়। তিনি প্রথমে নিজেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিলেও পরে অন্য একটি কলেজে পড়েন বলে দাবি করেন।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিডিটাইকম৩৬৫ ডটকম/একে