English Version
আপডেট : ২২ নভেম্বর, ২০১৫ ১৩:৩২
জামায়াতের হরতাল

সোমবারের সমাপনী পরীক্ষা পিছিয়ে ৩০ নভেম্বর

অনলাইন ডেস্ক
সোমবারের সমাপনী পরীক্ষা পিছিয়ে ৩০ নভেম্বর

সোমবার সারাদেশে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কারণে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া বাংলা বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর।

আজ সকাল সাড়ে ১১টায় মতিঝিল সরকারি আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এ কথা জানান। তিনি আরো বলেন, দেশে রাজনৈতিক অস্থিরত‍া বলতে কিছু নেই, শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। হরতালে কিছু দুষ্টু লোক ছোটখাটো ঝামেলা পাকিয়ে ফেললে সমস্যা সৃষ্টি হতে পারে বলে একটি পরীক্ষা পিছিয়ে নেওয়া হয়েছে।

ইংরেজি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে আজ বেলা ১১টায় সমাপনী পরীক্ষা শুরু হয়।  রুটিন অনুযায়ী আগামী ২৯ নভেম্বর পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। সোমবারের পরীক্ষা স্থগিত হওয়ায় আগামী ৩০ নভেম্বর শিক্ষা সমাপনী পরীক্ষা শেষ হবে।

বিডিটাইমস৩৬৫ডটকম/জেডজেড