English Version
আপডেট : ২৭ জুন, ২০২২ ১৩:৫৪

নাট-বল্টু খোলা বায়েজিদের তদন্ত হচ্ছে রাজনৈতিক পরিচয় বাদ দিয়েই

অনলাইন ডেস্ক
নাট-বল্টু খোলা বায়েজিদের তদন্ত হচ্ছে রাজনৈতিক পরিচয় বাদ দিয়েই

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে ফেলা যুবক বায়েজিদের রাজনৈতিক পরিচয় বাদ দিয়েই তদন্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। তিনি ছাড়াও তার সহযোগী অজ্ঞাতনামা আরও কয়েকজনকে এ মামলায় অভিযুক্ত করা হয়েছে।

সোমবার (২৭ জুন) দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ।

তিনি বলেন, কোনো যন্ত্রাংশ ছাড়া শুধুমাত্র হাত দিয়ে পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সম্ভব নয়। এটি একটি অন্তর্ঘাতমূলক কাজ। পদ্মা সেতুর যারা নাট-বল্টু খুলেছে তাদের আইনের আওতায় আনা হবে।

সোমবারের ব্রিফিংয়ে সিআইডি বলছে, তার (বায়েজিদের) কাছে এবং বাসায় তল্লাশি করে বেশকিছু ডিভাইস উদ্ধার করা হয়েছে যেগুলো এই মামলাটির সাথে সংশ্লিষ্ট। এ ঘটনায় তার উদ্দেশ্য মূলত কী ছিল, তার ওপর নির্ভর করবে সে দোষী কিনা।

সিআইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর বায়েজিদ। ছবি- প্রতিনিধি

সিআইডি আরও জানায়, বায়েজিদের রাজনৈতিক পরিচয় বাদ দিয়েই তদন্ত করা হচ্ছে। তবে তার রাজনৈতিক পরিচয়ের কোনো প্রভাব থাকলে তাও তদন্তে ধরা পড়বে। তার রাজনৈতিক পরিচয় এ মামলায় ‘র ডাটা’ হিসেবে বিশ্লেষণ করা হবে।

এর আগে, একটি টিকটক ভিডিওতে দেখা যায়, বায়েজিদ নামের ওই যুবক হাত দিয়েই পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে ফেলেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এই হলো আমাদের পদ্মা সেতু। হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। এরপর ভিডিওটি ভাইরাল হলে রোববার (২৬ জুন) বিকেলে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।