English Version
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২২ ১৬:০৩

রাজধানীতে ইয়াবাসহ গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
রাজধানীতে ইয়াবাসহ গ্রেফতার ১

রাজধানীর মুগদা থানা এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মুগদা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ রাকিব রুবেল। 

সোমবার (১৪ ফেব্রুয়ারি ২০২২) সন্ধ্যা ৬:২০ টায় মুগদা থানার হায়দার আলী স্কুল এন্ড কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মুগদা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুল হোসাইন ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী মুগদা থানার হায়দার আলী স্কুল এন্ড কলেজের  সামনে ইয়াবা বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় ৭৫০ পিস ইয়াবাসহ রুবেলকে গ্রেফতার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত রুবেল দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা মহানগরীসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করত।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মুগদা থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।