English Version
আপডেট : ১৬ আগস্ট, ২০২১ ১৫:০৬

পরীমনির জামিনের আবেদন, শুনানি বুধবার

অনলাইন ডেস্ক
পরীমনির জামিনের আবেদন, শুনানি বুধবার

মাদকদ্রব্য আইনে দায়ের করা মামলায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির জামিনের আবেদন করা হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতে এ জামিন আবেদন করেন পরীমনির আইনজীবী মজিবুর রহমান। পরে শুনানির জন্য আদালত আগামী বুধবার (১৮ আগস্ট) দিন ধার্য করেন।

এর আগে শুক্রবার (১৩ আগস্ট) দুই দফায় রিমান্ড শেষে পরীমনির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন পরীমনি। গত ৫ আগস্ট পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। তবে শুনানি শেষে তাদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

১০ আগস্ট চারদিনের রিমান্ড শেষে পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মাদক মামলার সুষ্ঠু তদন্তের জন্য পরীমনিকে পাঁচদিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। তবে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট (বুধবার) পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পরীমনিকে আটক করে র‍্যাব। এ ঘটনায় পরের দিন র‌্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে।