English Version
আপডেট : ১৪ জুলাই, ২০২১ ১৭:১১

বাড্ডায় অস্ত্র-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
বাড্ডায় অস্ত্র-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ২

রাজধানীর বাড্ডায় পিস্তল, গুলি ও হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- সায়হাম আহমেদ মুন্না ও জুয়েল ওরফে খ্রিস্টান জুয়েল।

বুধবার (১৪ জুলাই) বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবরশিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, অভিযুক্ত গ্রেপ্তারঢাকায় আজও গ্রেপ্তার ৫৫২, জরিমানা সাড়ে ১৬ লাখঅস্ত্রসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতাতিনি জানান, গতকাল মঙ্গলবার বাড্ডার পশ্চিম পদরদিয়া এলাকা থেকে সায়হাম আহমেদ মুন্নাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে বাড্ডা থানা পুলিশের একটি টিম। এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

হেরোইন ও গুলি উদ্ধার সম্পর্কে ওসি বলেন, ‘মুন্নাকে জিজ্ঞাসাবাদ ও তার দেয়া তথ্যমতে একই দিনে বাড্ডার পূর্বাচল এলাকা থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। জুয়েলের কাছ থেকে ২ রাউন্ড পিস্তলের গুলি ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।’

তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে বাড্ডা থানায় অস্ত্র এবং মাদক আইনে পৃথক ২টি মামলা হয়েছে। তারা পরস্পর যোগসাজশে অবৈধ অস্ত্র ব্যবহার করে বাড্ডা থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন অপরাধ সংঘটন করতো বলেও জানান তিনি।