English Version
আপডেট : ২৩ মে, ২০২১ ১৭:০৮

শর্ত সাপেক্ষে সাংবাদিক রোজিনার জামিন

অনলাইন ডেস্ক
শর্ত সাপেক্ষে সাংবাদিক রোজিনার জামিন

অফিসিয়াল সিক্রেটস আইনে দায়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন আদালত। 

রোববার ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহর ভার্চুয়াল আদালত শর্ত সাপেক্ষে জামিন দেন। ভার্চুয়াল শুনানিতে অংশ নেন রোজিনা ইসলামের আইনজীবী এহসানুল হক সমাজী, জ্যোতির্ময় বড়ুয়া ও আমিনুল গনি টিটো। রাষ্ট্রপক্ষে ছিলেন সিএমএম আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু।

রোজিনার আইনজীবী এহসানুল হক সামাজী বলেন, রোজিনা ইসলামকে পাঁচ হাজার টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন দেওয়া হয়েছে। এছাড়াও তিনি আপাতত বিদেশ যেতে পারবেন না। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, রোজিনা ইসলামের জামিন চাইলে, আমরা আদালতকে বলি, তিনি যদি পাসপোর্ট জমা দেন, তবে জামিনে আমাদের কোনও আপত্তি নেই। পরে রোজিনার পক্ষের আইনজীবীরা বিষয়টি মেনে নিলে আদালত তার জামিন দেন।

প্রসঙ্গত, রোজিনা ইসলাম গত সোমবার বিকেলে (১৭ মে) পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়ার একান্ত সচিবের কক্ষে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে সেখানে আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়া হয়।

সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর রাত সাড়ে ৮টার দিকে তাকে শাহবাগ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনে মামলা করে স্বাস্থ্যসেবা বিভাগ।