English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০ ১৯:১৪

যমুনা ব্যাংকের দুই কর্মকর্তার জেল

অনলাইন ডেস্ক
যমুনা ব্যাংকের দুই কর্মকর্তার জেল

ঋণ জালিয়াতি করে ৩ কোটি ১৯ লাখ টাকা আত্মসাতের একটি মামলায় যমুনা ব্যাংকের রাজশাহী শাখার চাকরিচ্যুত দুই কর্মকর্তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে ১ কোটি ৬০ লাখ ১০ হাজার টাকা করে অর্থদণ্ডেরও আদেশ দেয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার বিচার শেষে গত বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালত ওই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন, আবরার হোসেন খান ও মাজহারুল ইসলাম। তবে বর্তমান দু’জনই পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে জেলা বিএনপির তৎকালীন সহ-সভাপতি ও ঠিকাদার খন্দকার মাইনুল ইসলামের নামে ৩ কোটি ১৯ লাখ টাকার একটি ঋণ বরাদ্দ হয়। পরে দুদকের অনুসন্ধনে বেরিয়ে আসে ভিন্ন তথ্য। ভোলা পানি উন্নয়ন বোর্ডের ভুয়া ওয়ার্ক অর্ডারসহ অন্য কাগজপত্র দিয়ে ওই দুই কর্মকর্তার যোগসাজশে এই ঋণ নেন মাইনুল।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর তদন্ত শেষে ২০১৭ সালে আদালতে মামলার চার্জশিট দাখিল করে। এর আগেই ঋণগ্রহীতা খন্দকার মাইনুলের মৃত্যু হওয়ায় তাকে বাদ দিয়ে শুধু দুই চাকরিচ্যুত কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়। এর আগে গত ৯ নভেম্বর ১ কোটি ২৬ লাখ টাকা আত্মসাতের মামলায় ওই দুই পলাতক সাবেক ব্যাংকারের ৫ বছর করে কারাদণ্ড হয়েছে।